মুশফিকুর রহমান ইমন-চবি প্রতিনিধি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগঠন ‘অল স্টুডেন্টস ইন ওয়ান প্লাটফর্ম'(এসপ) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে চবির সমাজতত্ত্ব বিভাগের ২০১৯-২০২০ সেশনের মারজুক-ই-ইলাহী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে ইসলামি ইতিহাস ও সাহিত্য বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী ওমর ফারুক রাজু।
এসপ একটি স্বেচ্ছাসেবী শিক্ষামূলক সংগঠন। সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের ভর্তিযোদ্ধাদের নিয়ে সহযোগিতায় তাদের সর্বাত্মক দিয়ে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে।কোনো ধরণের বাণিজ্যিক উদ্দেশ্যে ছাড়া এই সংগঠন HSC পরিক্ষার্থী ও ভর্তি পরিক্ষার্থীদের সাহায্য করে যাচ্ছে।
সংগঠনটির রয়েছে ৩ সদস্য বিশিষ্ট বোর্ড অব ডিরেক্টরস এবং ৬ সদস্যের এডমিনিস্ট্রেটিভ বডি। এছাড়া ৭ টি উইংস এ বিভক্ত ৫০ জনের অধিক কমিটি মেম্বারের সমন্বয়ে সংগঠনটি তাদের কার্যকলাপ পরিচালনা করেন।
এসপের বিদায়ী কমিটির সভাপতি ছিলেন মমিন সরকার জয় এবং সাধারণ সম্পাদক ছিলেন রাব্বী দীপ্ত।
সংগঠনটির নব নির্বাচিত সভাপতি, মারজুক-ই-ইলাহী বলেন- “ভর্তি পরীক্ষার্থিদের সাহায্যে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে থাকি, এছাড়াও বর্তমান এডমিনিস্ট্রেটিভ বডি আমাদের সংগঠনের মেম্বারদের স্কিল ডেভেলাপমেন্ট এর ক্ষেত্রে বদ্ধ পরিকর।আশা করছি সকলের সহযোগিতায় আমাদের কার্যক্রমের পরিধি আরো বাড়াতে পারবো।
উল্লেখ্য নতুন এই কমিটি ঘোষণা করা হয়েছে ১৬ই অক্টোবর ২০২২- ASOP এর বর্তমান সভাপতি এ বিষয়ে নিশ্চিত করেছেন।