চট্রগ্রামে অপরূপ টিভির চেয়ারম্যান মোঃ জিন্নাত আলী পাচ্ছেন এ্যাওয়ার্ড-২০২২ ইং চট্রগ্রাম জেলার পাহাড়তলী এলাকার সকলের সুপরিচিত ও জনপ্রিয় মুখ অপরূপ টিভির চেয়ারম্যান মোঃ জিন্নাত আলী তিনি অবুঝকাল হতে বাংলাদেশ টেলিভিশনে নাট্যমঞ্চে নাটকে অংশগ্রহন করেন।সেই থেকে যাত্রা শুরু।নাটক বিনোদন চলচিত্র অভিনয়,মিডিয়া জগত কাজ করেছেন জিন্নাত আলী,জিন্নাত আলী মিডিয়ার জগতে অনেক সুনাম রয়েছে বলে জানা যায়,তার প্রতিভা প্রকাশিত হয়।পরিবর্তে নিজের অর্থায়নে পরিচালিত করেছেন।অপরূপ টিভি অনলাইন সমাজের কথা,দেশের কথা,বঞ্চিত মানুষের কথা তুলে ধরেন।মোঃ জিন্নাত আলীর স্বপ্ন হাজারও যুবক বেকারত্ব অবস্থায় দিনযাপন করেছে তবে অপরূপ টিভির চেয়ারম্যানের ইচ্ছা বেকারত্ব দূর করার জন্য অপরূপ টিভি।
এদিকে ১২নভেম্বর-২০২২ ইং রোজ শনিবার AJFB STAR AWARD-2022 পাচ্ছেন বাংলাদেশ সেলিব্রিটিদের সাথে অপরূপ টিভির চেয়ারম্যান মোঃ জিন্নাত আলী সরাসরি দেখতে চোখ রাখুন ATN BANGLA টেলিভিশন পর্দায়।
DTV24(দুরান্ত টিভি)”র পক্ষ হতে অপরূপ টিভির চেয়ারম্যান মোঃ জিন্নাত আলীকে শুভকামনা।অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন-নড়াইল জেলার-লোহাগড়া উপজেলা রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)সভাপতি এবং দুরান্ত টিভি”র সম্পাদক ও প্রকাশক মোঃ এনামুল হক