রিপোর্টারের নামঃ-ছিদ্দিক আহমদ আতিক
কুতুব জোম ইউনিয়ন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপ) বাস্তবায়ন কমিটির সেচ্ছাসেবকদের উদ্ধার তৎপরতায় তাদের পানি বন্দী অসহায় চরাঞ্চলের নিন্মাঞ্চলের পরিবার গুলো কে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে।এই নিয়ে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়ন এর ঘটিভাংগা এলাকার দক্ষিণ চরপাড়া,পশ্চিম চরপাড়া,উত্তর চরপাড়া,বাহারচর পাড়াসহ আশ্রয়ন প্রকল্প ও পানিতে প্লাবিত প্রায় ২/৩ পরিবার পানিবন্ধি তাদের উদ্ধার করে আশ্রয়ন কেন্দে নিরাপদ অবস্থানে নিয়ে যেতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সিপিপি টিম কুতুব জোম।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি(সিপিপি)টিম কুতুব জোমের ইউনিয়ন টিম লিডার আমিরুজ্জামান আমজুর নেতৃত্বে ৮০জন ভলন্টিয়ার ৪টি টিমে আমিরুজ্জামান,ছারওয়ার কামাল,ইব্রাহিম খলিল,লাল মোহাম্মদ শিকদার ২০ করে
চারভাগে আলাদা আলাদাভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
এই পর্যন্ত প্রায় ৩০০ পানিবন্ধি পরিবারকে সিপিপি সদস্যরা নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়েছে বলে জানা যায়।