এস এম সাঈমুজ্জামান সাঈম-স্পেশাল প্রতিনিধি।
৪৮ ঘণ্টার মধ্যে অপহর ও ধর্ষণ মামলার মূল আসামি গ্রেফতার আনিছুর রহমান কবির
র্যাব-৬ গোপালগঞ্জ জেলার দায়িত্ব নেওয়ার পর অভাবনীয় সাফল্য অর্জন করলেন।গোপালগঞ্জের র্যাবের প্রথম অভিযানে সাফল্য।
৪৮ ঘণ্টার মধ্যে অপহরণ ও ধর্ষণ মামলার মূল আসামি রাজীব শেখ(২৫),কে গ্রেফতার করেছে র্যাব-৬
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানা এলাকায় ১৪ বছরের নাবালিকা ভিকটিম তার নানাবাড়ি বেড়াতে আসে। গত ০৬ অক্টোবর ২০২২ তারিখ সন্ধ্যা আনুমানিক ০৬.০০ ঘটিকার সময় নানা বাড়ির নিকট কুমার নদীতে পানি আনতে গেলে তিনজন দুষ্কৃতিকারী ভিকটিমকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে নৌকায় উঠিয়ে অপহরণ করে। পরর্তীতে ভিকটিমকে পার্শ্ববর্তী বাঁশ বাগানে নিয়ে দুষ্কৃতিকারীরা পালাক্রমে ধর্ষণ করে।তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে দুষ্কৃতিকারীরা তাকে ফেলে রেখে চলে যায়।
এই সংক্রান্তে ভিকটিমের মা বাদী হয়ে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন৷ বিষয়টি বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় ব্যাপক ভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকে র্যাব-৬ (সদর কোম্পানি)একটি আভিযানিক দল আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।তারই ধারাবাহিকতায় ১১অক্টোবর ২০২২ইং রোজ মঙ্গলবার তারিখ মধ্যে রাতের সময় র্যাব-৬ (সদর কোম্পানি) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার সদর থানাধীন রাজবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করেন। গণধর্ষণকারী আসামী রাজীব শেখ(২৫)গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থেকে গ্রেফতার করা হয়।অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন।