1. freelencershakil72@gmail.com : Sr Shakil : Sr Shakil
  2. durantotv28@gmail.com : anamul Haque : anamul Haque
  3. loggershell443@gmail.com : yanz@123457 :
গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে -বিশাল ব্যবধানে লাঙ্গলকে হারিয়ে ঢেঁকির বিজয়। - দুরান্ত টিভি
August 22, 2024, 6:42 am
শিরোনাম :
রংপুর গংগাচড়ায়  টিম জিয়ন সদস্যদের মিলনমেলা অনুষ্ঠিত সিলেট মেট্রোপলিটন ডেপুটি পুলিশ কমিশনার (সাউথ) সোহেলকে নিয়ে চোরাকারবারিদের গুজব। বগুড়ায় শেখ হাসিনা-কাদের সহ ১০১জনের নামে হত্যা মামলা বুলেটের গুলির চেয়েও ইন্টারনেটের গুলির শক্তি বেশি ছাত্র-জনতা-ড.মঈন খান রংপুর কারাগারে সংঘর্ষ একজন নিহত তদন্ত কমিটি গঠন সহ ২ কারারক্ষি বরখাস্ত কোটা আন্দোলনে শেরপুরে ২জন শিক্ষার্থী হত্যায় পৃথক পৃথক মামলা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ছাত্রদের আত্মার মাগফিরাত কামনা সহ বিশেষ দোয়া অনুষ্ঠান। দুমকি উপজেলা চেয়ারম্যান কে জুতাপেটা করলেন ছাত্র জনতা। দুমকিতে ৪আ’লীগকর্মী সমর্থককে কুপিয়ে জখম! নড়াইলে আইন শৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে -বিশাল ব্যবধানে লাঙ্গলকে হারিয়ে ঢেঁকির বিজয়।

হারুন অর রশিদ রাজু- সুন্দরগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি।
  • সময়: Monday, January 8, 2024,
  • 26 Time View

রিপোর্টারঃ হারুন অর রশিদ,সুন্দরগন্জ,গাইবান্ধা,প্রতিনিধি-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২৯,গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসন্ন  সংসদীয় স্বতন্ত্র প্রার্থী নাহিদ নিগার (সাগর)ঢেঁকি মার্কা ৬৬ হাজার ৯৩৮ ভােট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন।রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে কােন অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব মূখর পরিবেশে নজীর বিহীন নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।ভােট গণনার পর ১১৪টি কেন্দ্রে সবগুলার ফলাফল ৬৬ হাজার ৯৩৮ ভােট পেয়ে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার নাহিদ নিগার নির্বাচিত হয়েছেন মর্মে ফলাফল ঘােষণা করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম।

তার নিকটতম প্রতিদ্বন্ধী জাতীয় পার্টির প্রার্থী বর্তমান এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটায়ারী (লাঙ্গল) পেয়েছেন ৪৩হাজার ৪৬৬ ভােট।এছাড়াও জাসদের গোলাম আহ্সান হাবীব মাসুদ (মশাল)পেয়েছেন ২হাজার৪৩১,কৃর্ষক শ্রমিক জনতা লীগের আবু বক্কর (গামছা)পেয়েছেন ৭৬৪ভোট,এনপিপির মর্জিনা (আম)পেয়েছেন ২৭০,ভোট,আইরিন আক্তার (হাত ঘড়ি)পেয়েছেন ১৯২,ওমর ফারুক সিজার(টেলিভিশন) পেয়েছেন ৬৬,জয়নাল আবেদীন (ট্রাক) পেয়েছেন ৩২৩,খন্দকার রবিউল ইসলাম (ছড়ি)পেয়েছেন ১২০,ও মোঃ ফারুক হাসান ডাব প্রতিকে পেয়েছেন৮২৪ ভোট।উল্লেখ্য, উপজেলার ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে এ আসনে ১১৪টি ভােট কেন্দ্রে৩ লাখ ৯৩ হাজার ৪৪জন ভােটার রয়েছে।উল্লেখ্য যে এ নির্বাচনী আসনে মোট ভোটারের ৩০%ভোটাধিকার প্রয়োগ করেছেন।

হারুন অর রশিদ-প্রতিনিধি সুদরগঞ্জ, গাইবান্ধা।
০১৭৪০১৫৬২১৩
০৮-০১-২০২৪ ইং।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
x