গাইবান্ধা ১০নং কামারপাড়া ইউপি নির্বাচনে টেবিল ফ্যান প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে মোঃ মাহফুজার রহমান রাশেদ।আসছে ২৮নভেম্বর ২০২২রোজ সোমবার সপ্তম ধাপের অনুষ্ঠিত হবে সাদুল্ল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়ন নির্বাচন। উপজেলার ১০নং কামারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে টেবিল ফ্যান প্রতীক নিয়ে মোঃমাহফুজার রহমান রাশেদ টেবিল ফ্যান মার্কা নিয়ে এগিয়ে রয়েছেন।
কামারপাড়া ইউনিয়ন বন্ধু রেজাউল মিয়া বলেন, নির্বাচনে একমাত্র যোগ্য প্রার্থী মোহাম্মদ মাহফুজার রহমান রাশেদ।আমরা যদি টাকার কাছে ভোটাররা বিক্রি না হই ভোট সেন্টারে কোন অনিয়ম না হলে প্রায় এক হাজার ভোটের ব্যবধানে টেবিল ফ্যান বিজয়ী হবে।
স্বতন্ত্র প্রার্থী মোঃ মাহফুজার রহমান রাশেদ বলেন, মার্কা বড় কথা নয়,ব্যক্তি হচ্ছে মূল বিষয়।আমার বাবা ছিলেন সাবেক চেয়ারম্যান তার আদর্শ ধরে রাখতে চাই সাবেক চেয়ারম্যান যদি ভাল কাজ করে থাকে তাহলে আমার ইউনিয়নবাসী যদি মনে করেন আমি নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়নে আমি কাজ করব।তারা অবশ্যই মার্কা দেখে নয় যোগ্য ব্যক্তি দেখেই ভোট প্রদান করবেন।আমাকে টেবিল ফ্যান দেওয়া হয়েছে,আমার বিশ্বাস ইউনিয়নবাসী টেবিল ফ্যানকেই বিজয়ী করবে।
এ সময় তিনি বলেন,আমি আমার জন্য না আমি আমার ইউনিয়নবাসীর দু:খ কষ্টের সাথী হয়ে কাজ করতে চাই।যে কোন সমস্যায় আমি আপনাদের পাশে দাড়াব।সুষ্ট অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে আমি শতভাগ আশাবাদী ইউনিয়নের জনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করবে।
মোঃ হারুন অর রশিদ-গাইবান্ধা প্রতিনিধি
০১৭৪০১৫৬২১৩