গাইবান্ধায় আদালত প্রাঙ্গণে আসামির মৃত্যু।
গাইবান্ধার সাঘাটা উপজেলার আবু তাহের (৬৫) নামে ওয়ারেন্টভুক্ত এক আসামির আদালত প্রাঙ্গণে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আবু তাহের গাইবান্ধার সাঘাটা উপজেলার পবনতাইড় গ্রামের তমিজ উদ্দিনের ছেলে
পুলিশ ও নিহতের পরিবার জানায়, ২০১৪ সালের ৫ জুলাই জমিজমা-সংক্রান্ত জেরে আবু তাহেরের বড় ভাই মলদার মিয়া তারই ভাই, ভাতিজা ও ভাবিসহ চারজনের নামে আদালতে (জিআর) মামলা করেন। দীর্ঘদিন বিচারিক আদালতে মামলাটি চলমান থাকা অবস্থায় আসামিরা জামিনে পেলেও গরহাজির থাকেন। এ কারণে গত ২২ জুলাই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
সোমবার দিবাগত রাত ২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে পবনতাইড় গ্রামের বাড়ি থেকে চারজনকে গ্রেপ্তার করে। পরে আজ বেলা ১১টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সাঘাটা) তোলা হয় তাদের। পরে জামিনও পেয়ে যান আসামিরা। এরপর দুপুর ১টার দিকে আদালতের বারান্দায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাহের মিয়া। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে তাহের মিয়ার আইনজীবী মো. মাজেদুল ইসলাম প্রধান তুহিন ঢাকা পোস্টকে বলেন, আসামিদের আদালতের হাজতে রাখার পরপরই তাদের জামিন আবেদন করা হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে। শুনানি শেষে তাহের মামুদসহ চারজনের জামিন মঞ্জুর করেন বিচারক কাফি আজাদ। এর ১০ থেকে ১৫ মিনিট পরেই তাহের মিয়ার মৃত্যুর বিষয়টি জানতে পারি।
গাইবান্ধা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাহাবুব হোসেন বলেন, বিকেলের দিকে হাসপাতালে আনা হয় রোগীকে (তাহের)। বিভিন্ন পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে।
তাহের মিয়ার ছেলে ফারুক মিয়া বলেন, তার বাবা ছয় মাস ধরে অসুস্থ ছিলেন। গতকাল রাতে গ্রেপ্তারের সময় পুলিশের কাছে আকুতি জানিয়েছিলেন তাকে ছেড়ে দিতে। দুপুরে আদালতে নিয়ে আসার পর মারা যান তিনি।