গাইবান্ধার সুন্দরগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জেলহত্যা দিবস পালিত হয়েছে।বুধবার(৩নভেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি আনন্দ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস আফরুজা বারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম আলম,সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি,আব্দুল হান্নান,সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম সরকার মঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল,আব্দুল্লাহ আল মামুন,দপ্তর সম্পাদক মঞ্জুরুল হক প্রামাণিক বকুল,কৃষি বিষয়ক সম্পাদক শফিউদ্দৌলা পামেল,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান লিটু,স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আশিকুজ্জামান প্রামাণিক তুহিন,জাতীয় শ্রমিক লীগের সভাপতি গণেশ শীল,উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রুহুল আমীন প্রামাণিক,যুগ্ম-আহ্বায়ক রতন মিয়া, আসাদুজ্জামান নুর,পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক সুমন মিয়া প্রমূখ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্য,জাতীয় চার নেতাসহ সকল শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। এর আগে,জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং শোক র্যালিসহকারে শহর প্রদক্ষিণ করা হয়।
এসব কর্মসূচীতে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ হারুন অর রশিদ-প্রতিনিধি সুন্দরগঞ্জ, গাইবান্ধা,
০১৭৪০১৫৬২১৩
০৩-১১-২০২২ ইং