গাইবান্ধায় বাসচাপায় সেনা সদস্য স্বামী-স্ত্রী নিহত।গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। রোববার(৪সেপ্টেম্বর)বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া জেলার সীমান্তবর্তী এলাকা রহবল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,বগুড়ার শিবগঞ্জ উপজেলার শাকিল আহমেদ ও তার স্ত্রীর।শাকিল আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।তবে তাৎক্ষণিকভাবে নিহত শাকিল আহমেদ এর স্ত্রী নাম পরিচয় জানাতে পারেননি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আমিনুল ইসলাম জানান, বিকেলে ব্যক্তিগত কাজ শেষে গোবিন্দগঞ্জ থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে বগুড়া যাচ্ছিলেন সেনা সদস্য শাকিল আহমেদ।এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বিপরীতমুখী যাত্রীবাহী নবীন বরণ পরিহনের একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়েন শাকিল ও তার স্ত্রী।এ সময় তাদেরকে চাপা দিয়ে বাসটি পালানোর চেষ্টা করে।এতে ঘটনাস্থলেই মারা যান তারা।
ওসি বলেন,ঘটনার পর স্থানীয় ও পথচারীদের সহযোগিতায় ঘাতক বাসটিসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে।আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়াসহ মরদেহ পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
স্থানীয়রা জানান,বাসটি বেপরোয়া গতিতে এসে মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যেতে ধরে। তাৎক্ষণিকভাবে আমরা বাসটিকে আটক করেছি। পরে পুলিশ এসে ঘাতক বাস চালক ও হেলপারকে গ্রেফতার করে।