1. ezequielsreyes@gmail.com : admin :
  2. ezequielsreyes+wordpress@gmail.com : wpadmin :
গঙ্গাচড়ায় আসামী ধরতে গিয়ে মারধরের শিকার পুলিশ সদস্য। - দুরান্ত টিভি
December 12, 2024, 1:14 pm
শিরোনাম :
দুমকিতে কৃষক দলের বর্ণাঢ্য র‍্যালীর মধ্যে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নড়াইলে ২৯৫ জনের নামে মামলা,গ্রেফতার দুজন  পিরোজপুরে বিশ্ব মানব অধিকার দিবস উপলক্ষে তৎকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতনের বিচারের দাবীতে ও গুম হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবীতে মানববন্ধন নিয়ামতপুরে নবাগত ইউএনও এর সাথে উপজেলা মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  দুমকিতে ডির্ভোসি স্ত্রী ঘরে ফেরায় বিপাকে সাবেক স্বামী! কাশিয়ানীতে,ককটেল বোমা ও দেশিয় অস্ত্রসহ ডাকাত দলের দুইজন ডাকাত আটক। নিয়ামতপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত তারেক রহমান’কে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় থেকে অব্যাহতি পাওয়ায় দুমকিতে আনন্দ মিছিল নড়াইল প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪’ উপলক্ষ্যে একটি আলোচনা সভা দুমকিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত 

গঙ্গাচড়ায় আসামী ধরতে গিয়ে মারধরের শিকার পুলিশ সদস্য।

রবীন্দ্রনাথ সরকার রিপন-রংপুর জেলা প্রতিনিধি
  • সময়: Saturday, November 19, 2022,
  • 62 Time View

রংপুরে গঙ্গাচড়ায় আসামী ধরতে গিয়ে মারধরের শিকার হয়েছেন এক পুলিশ সদস্য।শুক্রবার (১৮ নভেম্বর)সন্ধ্যায় গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের কিশামত হাবু এলাকায় এ ঘটনা ঘটে।

এনিয়ে থানায় মামলা হলে পুলিশ শুক্রবার রাতেই হামলাকারী গঙ্গাচড়া উপজেলার জয়রাম ওঝা গ্রামের ফজলুল হকের ছেলে রাজু মিয়া(২৯), কিশামত হাবু’র মাজেদুল ইসলামের স্ত্রী রোজিনা বেগম (৪২)ও মঞ্জুমের স্ত্রী আকতারা বেগমকে (৩২) ও শনিবার (১৯ নভেম্বর) দুপুরে একই এলাকার মাজেদ ও স্বপনকে গ্রেফতার করে।শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন।

মামলা সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টায় গঙ্গাচড়া থানার এসআই সুজা মিয়া,মোয়াজ্জেম হোসেন,শাহনেওয়াজ,শামসুজ্জামান ও মাহেদুল ইসলাম কিশামত হাবু এলাকার বাসিন্দা ওয়ারেন্টভুক্ত আসামী মাজেদুল ইসলমাকে গ্রেফতারের জন্য তার কীটনাশকের দোকানে যায়। মাজেদুলকে গ্রেফতারের পর থানায় নিয়ে যাওয়ার জন্য পুলিশ সদস্যরা কিশামত হাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তায় আসলে কিশামত হাবুর সোলেমান আলীর ছেলে মঞ্জুম আলী ওরফে মাথা (৪০),সুলতান মিয়ার ছেলে আজাদ মিয়া (৪০),অহেদুল ইসলামের ছেলে জয় (৩৫),মোজাহার আলীর ছেলে শাজাহান আলীসহ (২৪) অজ্ঞাত আরও ১০থেকে ১২জন বাঁশের লাঠি, লোহার রড, কুড়াল,লোহার শাবলসহ পুলিশের পথরোধ করে।এ সময় আসামী মাজেদুলকে কৌশলে এসআই শাহনেওয়াজ এর মোটরসাইকেলে তুলে থানায় পাঠিয়ে দেয়া হয়।এতে পথরোধকারীরা এসআই মোয়াজ্জেমকে লোহার রড, বাঁশের লাঠি, দিয়ে এলোপাথারীভাবে মারপিট করে জখম করে এবং মোটরসাইকেল ভাংচুর করে।এসময় এলাকাবাসীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

খবর পেয়ে গঙ্গাচড়া থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে এসআই মোয়াজ্জেমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং হামলায় ব্যবহৃত লোহার পাইপ,শাবল,বাঁশের লাঠি উদ্ধার করে। সরকারি কাজে বাধা প্রদানসহ সরকারি কর্মচারীকে মারপিটের ঘটনায় এসআই সুজা মিয়া বাদী হয়ে গঙ্গাচড়া থানায় মামলা দায়ের করেন।এ মামলায় আসামী করা হয় জয়রাম ওঝার ফজলুল হকের ছেলে রাজু মিয়া(২৯),মঞ্জুম আলীর স্ত্রী আকতারা বেগম (৩২),সোলেমান আলীর ছেলে মঞ্জুম আলী ওরফে মাথা(৪০),সুলতান মিয়ার ছেলে আজাদ মিয়া (৪০),অহেদুল ইসলামের ছেলে জয় (৩৫), মোজাহার আলীর ছেলে শাহজাহান আলীসহ(২৪) অজ্ঞাত আরও ১০থেকে ১২জন।

গঙ্গাচড়া থানার ওসি দুলাল হোসেন বলেন,পুলিশের উপর মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে।এ ঘটনায় আমরা ৫জনকে গ্রেফতার করেছি। বাকীদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
x