খুলনা মহানগরীতে মাদক বিরোধী অভিযানে ১কেজি গাঁজাসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।খুলনা মহানগরীতে কেএমপির মাদক বিরোধী অভিযানে ২জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।এসময় তাদের কাছ থেকে ১কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা দিঘলিয়া থানার চন্দনী মহল এলাকার শেখ আমির আলীর পুত্র নুরুল ইসলাম টিপু(৬২)একই থানার মৃত মালেক খাঁনের পুত্র মোঃ সান্টু খান(৪৮)
কেএমপি সূত্রে গত ৬ই অক্টোবর-২০২২ইং রোজ শক্রবার দুপুর ১.৪৫ঘটিকার সময় খালিশপুর থানা পুলিশের একটি বিশেষ একটি টীম মাদক বিরোধী অভিযানে ২জন মাদককারবারিকে খালিশপুর থানাধীন হাউজিং পুরাতন কলোনী আর লাইন এর আর-৬৯ নম্বর বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে গ্রেফতার করে।
এসময় তাদের নিকট হতে ১কেজি গাঁজা উদ্ধার করে,এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ১টি মাদক মামলা রুজু করা হয়েছে।