খুলনা’র বটিয়াঘাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির(বিআরডিবির আওতাভুক্ত)৩৭তম বার্ষিক সাধারণ সভা গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।উপজেলা বিআরডিবির হলরুমে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন ইউসিসিএর চেয়ারম্যান, সাবেক ছাত্রলীগনেতা এসএম ফরিদ রানা।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান।বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, খুলনা জেলা পরিষদের সদস্য দিলীপ হালদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল,বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আব্দুল আহাদ ও ইউসিসিএর সাবেক চেয়ারম্যান আহম্মদ আলী শেখ।ইউসিসিএর নির্বাহী কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সুলতানা নাছরিন’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিগত বছর ও চলতি বছরের আয়-ব্যায়ের উপর প্রতিবেদন উন্থপন করেন সহকারী পল্লী উন্নয়ন অফিসার মোঃ রফিকুল ইসলাম,ইউসিসিএর পরিচালক এ্যাডঃ প্রশান্ত বিশ্বাস।বক্তব্য রাখেন ইউসিসিএর ভাইস চেয়ারম্যান বিউটি পাল,পরিচালক যথাক্রমে সুনীল বৈরাগী,ডাঃ গোপাল রায়,জগত আলী মোড়ল,নজরুল ইসলাম, সমবায়ী খান জাহান আলী,আবু সাইদ,বিমল কৃষ্ণ বিশ্বাস,পরিতোষ দেওয়ান,কার্তিক মন্ডল,সুরেশ মন্ডল,স্বপন ফৌজদার,পরিদর্শক প্রিতীশ কবিরাজ ও কৌশিক বৈরাগী।অনুষ্ঠানে সমবায়ীদের মাঝে বিভিন্ন পর্যায়ে পুরস্কার প্রদান করা হয়।