আগামী ২০ফেব্রুয়ারি সোমবার খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা আওয়ামীলীগ’র ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় উপজেলা পরিষদ মাঠে মঞ্চ তৈরির কাজ পরিদর্শন করেছেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।মঞ্চ তৈরির কাজ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খান,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য দিলীপ হালদার,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বটিয়াঘাটা উপজেলা শাখার সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার,উপজেলা আ’লীগ নেতা মোঃ মোশারফ হোসেন মুসা,উপজেলা আ’লীগ নেতা আলহাজ্ব আসলাম তালুকদার,মোঃ তারিকুজ্জান সুমন,ইউপি চেয়ারম্যান মোঃ আসাবুবুর রহমান আসাব, উপজেলা যুবলীগ নেতা পরাগ রায়,উপজেলা স্বেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান,ইউপি সদস্য কৌশিক পাল প্রমূখ।