বটিয়াঘাটা উপজেলা পর্যায়ে পারফরমেন্স বেজড গ্ৰ্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিমের উপর দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল সোমবার মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল’র সভাপতিত্বে স্থানীয় সরকারি বটিয়াঘাটা ডিগ্ৰী মহাবিদ্যালয়’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম।বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন,মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল,অধ্যক্ষ অমিতেষ দাস।
কর্মশালায় উপজেলার ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক মিলে মোট ১০০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ গ্ৰহণ করেন।