বটিয়াঘাটায় জলমা আশীর্বাদ হোপ সেন্টার এন্ড এ,জি স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও প্রাক বড়দিন উপলক্ষ্যে উপহার বিতরণ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় স্থানীয় দাউনিয়াফাঁদ এ,জি স্কুলের নিজেস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।বিএডিসি এর পশ্চিম বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য রেভাঃ প্রবীর মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইমদাদুল হক।বিশেষ অতিথি ছিলেন জলমা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান বিধান রায়, বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,এজি স্কুলের পশ্চিম বিভাগের এরিয়া কো-অডিনেটর অসীত বিশ্বাস,ইউপি সদস্য মোঃ রেজাউল সরদার রেজা,ইউপি সদস্যা তপতী রাণী বিশ্বাস,পাষ্টর জোন ও স্কুল কমিটির সদস্য দিলীপ সরকার,স্কুল কমিটির সদস্য সুভাষ হালদার, সাংবাদিক পরাগ রায়সহ প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ,শিক্ষার্থীবৃন্দ,অভিভাবক বৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।