খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি,জেলা পরিষদের চেয়ারম্যান,সাবেক বিরোধীদলীয় হুইপ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশিদ বলেছেন,বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ছিন্নমূল মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে একের পর এক কাজ করে যাচ্ছেন।ছিন্নমূল মানুষের মাঝে তি়ঁনি বয়স্ক,বিধবা,সন্তান সম্ভবা ভাতা,এসিডদগ্ধ,প্রতিবন্ধি ভাতা, ভিজিডি,ভিজিএফ,৪০দিনের কর্মসূচি,স্বামী পরিত্যক্তা ভাতা,মুক্তিযোদ্ধা ভাতা,জায়গা নেই ঘর নেই,জায়গা আছে ঘর নেই সহ বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।পাশাপাশি ছিন্নমূল মানুষ যাতে শীতে কষ্ট না পায় সে জন্য অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে চলেছেন।তিনি গতকাল বুধবার বেলা ২টায় বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের কাতিনাংলা ও ঢেউয়াতলা মাধ্যমিক স্কুল প্রাঙ্গণে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা গুলি বলেন।
ইউপি সদস্য সাবেক ছাত্রনেতা এস এম ফরিদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল,খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম,সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু,জেলা আ’লীগের সদস্য মোঃ জামিল খান।উপস্থিত ছিলেন
সরদার জাকির হোসেন,মাহাফুজুর হোসেন সোহাগ, জিল্লুর রহমান,জগরুল ইসলাম,বিধান রায়,আবিদ রহমান,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন ইমু,তুলশী দাশ রায়সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং সুফলভোগীরা।