রিপোর্টারঃ ইন্দ্রজিৎ টিকাদার,বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি–খুলনা’র দাকোপের আর্য্য হরিসভা খুটাখালী বাজুয়া শ্রী অঙ্গন পরিদর্শন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি শশাঙ্ক শেখর সরকার।গত ৩ জুলাই মঙ্গলবার বিকাল ৪টায় বিচারপতি শশাঙ্ক শেখর সরকার স্ব-পরিবারে আর্য্য হরিসভা অঙ্গন পরিদর্শন করেন।এসময় আর্য্য হরিসভা মন্দির এর পক্ষ থেকে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
তার আগমন উপলক্ষ্যে এক আলোচনা সভা আর্য্য হরিসভার মহাপরিচালক সরোজিত কুমার রায়’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির আসন অলংকিত করেন ও বক্তৃব্য রাখেন সুপ্রিম কোর্টের
বিচারপতি শশাঙ্ক শেখর সরকার।গত ৩০জুন শুক্রবার সনাতন ধর্ম প্রসার ও আরো বেগমান করার লক্ষ্যে শ্রীরাম মন্দির,শীব মন্দির ও রামকৃষ্ণ মন্দির এর ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করেন।ভক্তদের পদচারনায় কানায় কানায় পরিপুর্ণ হয়ে উঠে আর্য্য হরিসভা শ্রী অঙ্গন।খুটাখালী বাজুয়া আর্য্য সভার মহাপরিচালক সরোজিত কুমার রায়ের সভাপতিত্বে এবং আর্য্য হরিসভার উপ-মহাপরিচালক ও বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানস কুমার রায়’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও দাকোপ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন,চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়,চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস,সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের,আর্য্য হরিসভার উপ-পরিচালক জীতেন্দ্রনাথ বিশ্বাস,সাধারন সম্পাদক বিজন কুমার রায়,কোষাধ্যক্ষ শ্যামল কুমার রায়,মলয় রায়,অধ্যাপক নারায়ন রায় সহ-সাধারন সম্পাদক প্রবীর রায় বাপী,তুষার রায়,সুধিন্দ্রনাথ বিশ্বাস মাখন,তপন রায়,ক্ষিতিশ সরকার,প্রদিপ সরদার সহ কার্য্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ।