রিপোর্টারঃ মোঃ আব্দুল সামাদ বিশ্বাস,খুলনা জেলা প্রতিনিধি–খুলনা মহানগরীর অর্ন্তগত খালিশপুর থানা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করেছে বিএনপি। নির্বাচন পরিচালনা কমিটির স্বাক্ষরিত তফসিল অনুযায়ী ১৪ জুলাই(শুক্রবার)খালিশপুর থানা বিএনপির কর্মসভা ও সম্মেলন অনুষ্ঠিত হবে।ঘোষিত তফসিল অনুয়ায়ী, আজ ৬ জুলাই ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৭ জুলাই বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ৮জুলাই বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে হবে। ৯জুলাই যাচাই-বাচাই শেষে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।কে ডি ঘোষ রোডের বিএনপি কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহণ ও জমা দিবে হবে। খালিশপুর থানার অর্ন্তগত ৯টি ওয়ার্ডের ২৭৯জন কাউন্সিলর ভোট দিয়ে থানা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব নির্বাচিত করবেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বেগম রেহানা ঈসা, যুগ্ম আহবায়ক এড. নুরুল হাসান রুবা,এড. মোল্লা মাসুম রশিদ,সদস্য হিসেবে মিজানুর রহমান মিলটন,শরিফুল ইসলাম টিপু ও জাকির ইকবাল বাপ্পি দায়িত্ব পালন করবেন।