কোভিড-১৯ ভ্যাকসিন নিতে হাজারো মানুষের ভিড়াভীড়।
লালমনিরহাট জেলা পাটগ্রাম উপজেলা ৮নং বুড়িমারী ইউনিয়ন পরিষদে,কোভিন ১৯ ভ্যাকসিন নিচ্ছে,সবাই প্রথম ডোজ,দ্বিতীয় ডোজ,তৃতীয় ডোজ,নিতে হাজারো মানুষের ভিড়াভীড়,ভ্যাকসিন দিতে আসে হাসান,হাসানের কাছ থেকে জানা যায় যে,প্রথম ডোস ও দ্বিতীয় ডোস দিয়েছি,তবে অবহেলার কারণে তৃতীয় ডোজ দেওয়া হয়নি,তবে আজকের দিতে এসেছি।হাজারো মানুষের ভিড়ে তবে সকাল ৮টা থেকে ওয়েট করে আছি।এখন সময় বাজে ১টা তারপরও আমি দিতে পারিনি।পরে লোক এসে আগে দিয়ে চলে যাচ্ছে চিনা পরিচিত বলে ৫শত লোকের মধ্যে এখনো ৩শত মানুষ ভ্যাকসিন পাইনি।
সরকারি লোকের সঙ্গে কথা বলে জানা যায় যে,আবহাওয়ার কারণে বেশি ভ্যাকসিন নিয়ে আসিনি,
কিছুক্ষণের মধ্যেই পাটগ্রাম থেকে সবার জন্য ভ্যাকসিন নিয়ে আসা হবে।
ভ্যাকসিন দিতে আসে সামিউল ইসলাম সামু তার কাছ থেকে জানা যায় যে,ভ্যাকসিন দিচ্ছে এখন ঠিকই তবে সিরিন্জ নিজের টাকা দিয়ে কিন্তে হচ্ছে,সিরিন্জ ছাড়া ড্যাকসিন দিচ্ছে না।