স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে বৃক্ষ রোপন অভিযান-২০২২ এর উদ্ভোধন করেন।
কুমিল্লা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে বৃক্ষ রোপন অভিযান-২০২২ এর উদ্ভোধন করা হয়েছে। অদ্য ২৭/১০/২০২২ খ্রি তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় জেলা কমান্ড্যান্ট জনাব সঞ্জয় চৌধুরী জেলা কার্যালয়ের সম্মূখে বৃক্ষ রোপনের মাধ্যমে উক্ত কার্যক্রমের উদ্ভোধন করেন।
আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, এনডিসি,পিএসসি মহোদয়ের নির্দেশনায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রতিবছর ব্যাপকহারে সারা বাংলাদেশে আনসার ও ভিডিপির বৃক্ষরোপনের অংশ হিসাবে এ কার্যক্রম উদ্ভোধন করা হয়েছে। একইদিন কুমিল্লার ১৭টি উপজেলা কার্যালয়ে এবং আনসার ভিডিপির ক্লাব /সমিতি প্রাঙ্গণে প্রাথমিকভাবে মোট ২৩৫টি ফলজ,বনজ ও ভেষজ বৃক্ষ রোপন করা হয়েছে।পর্যায়ক্রমে আরো বৃক্ষ রোপন করা হবে।
জেলা কার্যালয়ে আজকের বৃক্ষরোপন কার্যক্রমের উদ্ভোধনের সময় আরো উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুটান্ট, মো: মনিরুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবদুস ছাত্তার, কুমিল্লা রেঞ্জ সার্কেল অ্যাডজুটেন্ট তানজির আজাদ ও বিভিন্ন পদবির ব্যাটালিয়ন আনসার সদস্য এবং আনসার ও ভিডিপির সদস্য-সদস্যাবৃন্দ।