কাপ্তাই পুলিশ সুপার মীর আবু তৌহিদ পূজা মন্ডপ পরিদর্শন করলেন।কাপ্তাইয়ের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম(বার)।
২অক্টোবর-২০২২ইং রোজ রবিবার দুর্গাপুজার মহা সপ্তমীতে তিনি কাপ্তাইয়ের কেপিএম কয়লার ডিপু হরি মন্দির,কাপ্তাই লগগেইট জয়কালী মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন এবং মন্দির পরিচালনা কমিটির সদস্য ও আগত পুজারীদের সাথে মতবিনিময় করেন।
এইসময় পুলিশ সুপার মন্দিরে দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিক নির্দেশনা দেন।পরিদর্শনকালে জেলা পুলিশ এর অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ),মাহমুদা বেগম,অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্ মারুফ আহমেদ,কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব,কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন,থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)আকতার হোসেন,কাপ্তাই ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান,কাপ্তাই ট্রাফিক বিভাগের টিআই জয়দেব নাথ উপস্থিত ছিলেন।
ছবির ক্যাপশনঃ কাপ্তাই জয়কালী মন্দির পরিদর্শনে পুলিশ সুপার