রিপোর্টারের নামঃ-মোঃ সুমন কাপ্তাই রাঙামাটি।
অবসরজনিত কারনে কাপ্তাই সহকারী তথ্য অফিসার মোঃ হারুন,বদলিজনিত কারনে কাপ্তাই উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক রতন কুমারদে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জসিম উদ্দিনকে বিদায় সংবর্ধনা এবং কাপ্তাইয়ে যোগদানকৃত সহকারী কমিশনার(ভুমি)মারজান হোসাইন,উদ্যান তত্ত্ববিদ রাশেদুজ্জামান ইমরান, কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক নেলী চাকমা এবং কাপ্তাই উপজেলা এলজিইডির উপ সহকারী প্রকৌশলী মোঃ সবুজ হোসাইনকে বরন সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার(২৭ অক্টোবর-২০২২ইং)বিকাল সাড়ে ৩ টায় কাপ্তাই উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে অফিসার্স ক্লাবে এই বিদায় এবং বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি মুনতাসির জাহান এর সভাপতিত্বে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ এর সঞ্চালনায় এইসময় বিদায়ী ও যোগদানকৃত কর্মকর্তারা ছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিচ,উপ সহকারী কৃষি কমকর্তা অংছাইমং চৌধুরী।
অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা অফিসার্স ক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।