কক্সবাজার মৎস্য ব্যবসায়ী ঐক্য সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন।
শনিবার ১৫ ই সেপ্টেম্বর ২০২২ কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র মৎস্য ব্যবসায়ী ঐক্য সমবায় সমিতির ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ব্যবসায়ীদের ভোটে ১৮০ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে ওসমান গনি টুলু, ১৬০ ভোট পেয়ে সহ সভাপতি নির্বাচিত হয়েছে মোঃ সেলিম, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে রেজাউল করিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছে আমির হোসাইন, ১৭৭ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ ইদ্রিস।
উল্লেখ্য যে ৫ টি পদে মোট ৯ প্রতিদ্বন্দ্বীর স্বতঃস্ফূর্ত উৎসব মুখর পরিবেশে অংশগ্রহণ এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত এবং সম্পন্ন হয়।তন্মধ্যে সভাপতি পদে দুইজন, সহ সভাপতি পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত,
কোষাধ্যক্ষ পদে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, সদস্য পদে তিনজন সহ মোট ৯জন এর অংশ গ্রহণে উক্ত ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন শেষে পরিচালনা কমিটির প্রধান অতিথি কক্সবাজার জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল এর ঘোষণার মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়।
রিপোর্টারের নামঃ ছিদ্দিক আহম্মেদ আতিক