র্যাবের অভিযানে খুলনা হতে অনলাইন বেটিং এ্যাপস এর মাধ্যমে অবৈধভাবে ডলার ও দেশীয় অর্থ লেনদেন চক্রের মূলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।বুধবার (০৯ নভেম্বর) রাত পৌনে ১১ টার দিকে বটিয়াঘাটা থানাধীন নোয়াইলতলা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।
র্যাবের সূত্র জানায়, খুলনা জেলার বটিয়াঘাটা থানা এলাকায় একটি চক্র দীর্ঘদিন যাবৎ (1XBET)সহ বিভিন্ন বেটিং ওয়েব সাইটের মাধ্যমে অর্থ লেনদেন করে আসছে।চক্রটি অনলাইনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্যক্তির নিকট হতে অবৈধভাবে ডলার ক্রয়-বিক্রয় এবং বিকাশ/নগদ/রকেট/ইউপে একাউন্ট ব্যবহারের মাধ্যমে অর্থ লেনদেন করে থাকে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র্যাব-৬, খুলনার একটি আভিযানিক দল গত বুধবার রাত পৌনে ১১টার দিকে খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন নোয়াইলতলা এলাকায় অভিযান পরিচালনা করে অনলাইন বেটিং এর মাধ্যমে অবৈধ অর্থ লেনদেন চক্রের মূলহোতা মোঃ রুবেল জোয়ার্দার(২৯)এবং তার সহযোগী মোঃ শাকিল আহম্মেদ(২৬)ও মোঃ তামিম শেখকে(২২) গ্রেফতার করে।এ সময় সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃতদের নিকট হতে অনলাইন বেটিং এর কাজে ব্যবহৃত(৩টি)এনড্রয়েড স্মার্ট মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
উদ্ধারকৃত মোবাইল ফোন হতে বিভিন্ন ম্যাসেঞ্জার গ্রুপের মাধ্যমে “বিকাশ/নগদ/উপায়/রকেট ছাড়াও অ-অনুমোদিত বিদেশী এ্যাপস মোবিক্যাশ এর সাহায্যে (1 XBET)সহ অন্যান্য অবৈধ বেটিংএ আয় ও ব্যয়কৃত ডলার এবং দেশীয় অর্থ অবৈধ উপায়ে লেনদেন সংক্রান্ত তথ্য পাওয়া যায়।গ্রেফতারকৃত আসামীদের খুলনা জেলার বটিয়াঘাটা থানায় হস্তান্তর করতঃ তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।