নড়াইল জেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামের নিখিল বিশ্বাস দিশেহারা অবস্থায় নড়াগাতী থানায় এসে সাধারন ডায়রী করেন যে তাহার একটি নগদ নাম্বারে ৩০০০০(ত্রিশ হাজার)টাকা পাঠাতে গিয়ে ভুল নাম্বারে টাকাটা চলে যায়।তখন নড়াগাতী থানার এস আই মোঃ ফিরোজ আহম্মেদ তৎক্ষনাৎ এই বিষয় নিয়ে কাজ করা শুরু করেন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ব্রাহ্মণবাড়ীয়া জেলার একটা জায়গা থেকে অনেক পদক্ষেপ নিয়ে টাকাটা ফিরিয়ে নিয়ে এসে টাকার মুল মালিক কে ৩০০০০/- টাকা বুঝিয়ে দেন।টাকা পেয়ে নিখিল চন্দ্র তার আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে বলেন অনেকে পুলিশের সম্পর্কে বিস্তারিত না জেনে ভুল ধারনা পোষণ করেন।বলেন পুলিশ যে মানুষের বন্ধু এবং পুলিশ যে সব সময় মানুষের পাশে থাকে সেটা আজ সে নিজেই প্রমান পেয়েছেন।পুলিশের প্রতি তার আরো আস্থা/সন্মান আরও বেড়ে গেলো।এর জন্য এস আই/ মোঃ ফিরোজ আহম্মেদকে অসংখ্য ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এস আই মোঃ ফিরোজ আহম্মেদ একজন সৎ, সাহসী,মানবিক,নিষ্ঠাবান,বিচক্ষণ পুলিশ অফিসার সেটা তার বিগত দিনের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত।
তিনি প্রকৃতপক্ষে জনগনের বন্ধু।