ইয়ূথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ’র ভোলা জেলা শাখার নতুন ইউনিট কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার(৭নভেম্বর)শহরের কুইন আইল্যান্ড রেস্টুরেন্ট এর রুমে ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ এর ভোলা জেলা ইউনিটের সাবেক কো-অর্ডিনেটর আশিকুর রহমান শান্ত’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,দ্য হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর ইয়ুথ মোবিলাইজেশন ইউনিটের প্রোগ্রাম অফিসার মোঃ আমজাদ হোসেন।দ্য হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর বরিশাল অঞ্চল এর সহকারী প্রোগ্রাম অফিসার মাহাদী হাসান তানভীর আগামী (২০২২-২০২৩ ) অর্থবছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন এ কমিটিতে ভোলা জেলা কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্বে আসছেন গত কমিটির কো-অর্ডিনেটর তরুণ সাংবাদিক আশিকুর রহমান শান্ত ও যুগ্ম কো-অর্ডিনেটর হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন সিয়াম রহমান।যুগ্ম কো-অর্ডিনেটর (মেয়ে) হিসেবে নতুন দায়িত্বে আসছেন আবিদা আমিন দিবা,১৩সদস্য বিশিষ্ট এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন,অর্থ সম্পাদক মোঃ রাশেদ, কোষাধক্ষ্য সীমা বেগম,কর্মশালা বিষয়ক সম্পাদক খাদিজা,প্রতিযোগিতা বিষয়ক সম্পাদক আমির হামজা,প্রচার প্রকাশনী ও পাঠাগার বিষয়ক সম্পাদক হাসনাইন আহমেদ,শিক্ষা গবেষণা পাঠচক্র বিষয়ক সম্পাদক মোঃ ইসমাইল,বিশেষ দিবস পালন বিষয়ক সম্পাদক ফারিয়া আলম, কার্যকরী সদস্য সোহেল রানা,মোঃ মাসুদ ও সৌরভ।
শান্তর ছবি–
সিয়াম এর ছবি
উল্লেখ্য, ‘ইয়ূথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ’ আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতী সংস্থা ‘দি হাঙ্গার প্রজেক্ট’র অনুপ্রেরণায় সৃষ্ট একটি ছাত্র সংগঠন।শিক্ষার্থীদের নেতৃত্বেই এ সংগঠন পরিচালিত।এ সংস্থার প্রতিটি সদস্য নিজের উন্নত ভবিষ্যৎ নিজে গড়তে এবং অন্যকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।ক্ষুধামুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ সৃষ্টির প্রত্যাশার লক্ষ্যে এটি পরিচালিত।ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ ১৯৯৫ সালে যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশের অন্যতম একটি স্বেচ্ছাব্রতী আন্দোলনে রূপ নিয়েছে।
durantotv24.com (দুরান্ত টিভি২৪ ডটকম)
সহ-সম্পাদক মোসাঃ সাথী বেগম