আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২২ উদযাপন উপলক্ষে সদর থানা পুলিশের আয়োজনে পূজা উদযাপন কমিটির সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার বিকেলে সদর থানা মিলনায়তনে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার(পদোন্নতি পুলিশ সুপার)মোল্লা আজাদ হোসেন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.জ.মো মাসুদুজ্জামান মিলু এর সভাপতিত্বে এছাড়াও বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুরঞ্জন বেপারী,সাধারণ সম্পাদক দোলা গুহ,সদর উপজেলা পূজা উদযাপন কমিটির,সভাপতি গোপাল পাল,সাধারণ সম্পাদক নির্মল চট্টোপাধ্যায়।
এসময় বক্তারা বলেন,বাংলাদেশ সম্পীতির দেশ এখানে সবাই মিলে মিশে বসবাস করে।আমাদের দেশের ভাবমূর্তি রক্ষার্থে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে।
৬৭টি মন্ডপে পূজা উদযাপন করা হয়।এসময় সদর উপজেলার ৭টি ইউনিয়ন সকল মন্দিরের কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পিরোজপুর প্রতিনিধি।