রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠান ৭জানুযায়ী-২০২৩ পালিত হতে যাচ্ছে,শুধুমাত্র রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)এর সদস্য ও তাদের পোষ্যদের অংশগ্রহন অনুষ্ঠিত হবে এই উৎসব।যেসব বিষয়ে অংশগ্রহন করা যাবে–কবিতা,গান,নৃত্য,চিত্রাংকন,কৌতুক,ম্যাজিক।
স্থানঃ-কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তন,৩৭/এ,সেগুনবাগিচা,ঢাকা,সময়ঃ দুপুর ২ঃ৩০মিনিট।
নড়াইল জেলার লোহাগড়া উপজেলা রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)
সভাপতি এবং আরজেএফ সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব আয়োজন উপলক্ষ্যে যুগ্ম আহবায়ক সাংস্কৃতিক উপ-কমিটির মোঃ এনামুল হক-রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম,ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আল আমিন শাওনকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।
অভিনন্দন ও নতুন বছরের শুভকামনা জানিয়েছে durantotv24.com(দুরান্ত টিভি)”র-সম্পাদক ও প্রকাশক।অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন নড়াইল জেলা আরজেএফ সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং দুরান্ত টিভি”র প্রধান উপদেষ্টা সম্পাদক মোঃ সাজ্জাদ আলম খান সজল।
অভিনন্দন জানিয়েছেন durantotv24.com(দুরান্ত টিভি”র)সহ-সম্পাদক ও লোহাগড়া উপজেলা আরজেএফ মহিলা বিষয়ক সম্পাদীকা,মোসাঃ সাথী বেগম।আরজেএফ সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানটি সফলতা কামনা করেন।সেই সাথে আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম’কে নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।
অভিনন্দন জানিয়েছেন-নড়াইল জেলা আরজেএফ মহিলা সম্পাদীকা ও দুরান্ত টিভি’র বার্তা সম্পাদক সোহানা পারভীন জনি,লোহাগড়া উপজেলা আরজেএফ কমিটির কোষাধ্যক্ষ ও দুরান্ত টিভি’র নির্বাহী সম্পাদক দেব প্রসাদ দাশ,দুরান্ত টিভি’র যুগ্ম বার্তা সম্পাদক আলী হায়দার মিকু,দুরান্ত টিভি’র আইন বিষয়ক সম্পাদক অ্যাড.রাকিব হাসান।
নতুন দিনের নতুন বছরের অনুষ্ঠানটি সফলতা ও কল্যান বয়ে আসুক আরজেএফ পরিবারের সকলকে শুভকামনা করেন”শিশুদের পক্ষ হতে”-সামিয়া ফারহানা সুমি,
এস এম সাঈমুজ্জামান সাঈম।
অনুষ্ঠানটি সুন্দর হোক,অনুষ্ঠানটি সফল হোক,অনুষ্ঠানটি নতুন বছরের জন্য একটি প্রতিফলক হয়ে থাকবে আরজেএফ পরিবারের মধ্যে এবং বাংলাদেশের প্রতিটি জেলা,উপজেলা মানুষের হৃদয়ের মাঝে।আর এই অনুষ্ঠানে কবিতা ও গানে অংশগ্রহন করবেন লোহাগড়া উপজেলা আরজেএফ সভাপতি মোঃ এনামুল হক