1. freelencershakil72@gmail.com : Sr Shakil : Sr Shakil
  2. durantotv28@gmail.com : anamul Haque : anamul Haque
  3. loggershell443@gmail.com : yanz@123457 :
আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের জন্মদিন পালন করলেন নড়াইল জেলা আরজেএফ। - দুরান্ত টিভি
September 20, 2024, 4:42 am
শিরোনাম :
নড়াইলে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে সাংবাদিকের নামে ফেসবুকে অপপ্রচারে-থানায় জিডি! পিরোজপুরে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক এর মতবিনিময় আড়িয়াল খাঁ ও বিল পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে চলছে মহা উৎসব ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী কাজ করছে-মাজেদুর রহমান বৈষম্যহীন সিলেট সিটি প্রেস ক্লাবের কমিটির আত্নপ্রকাশ। পিরোজপুরে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে নড়াইলে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়গনের বদলিজনিত বিদায় সংবর্ধনা মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ নিয়োগপ্রাপ্তদের জন্য বড় দু:সংবাদ পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের জন্মদিন পালন করলেন নড়াইল জেলা আরজেএফ।

স্টাফ রিপোর্টার
  • সময়: Saturday, July 1, 2023,
  • 139 Time View

স্টাফ রিপোর্টারঃ–নড়াইল জেলা রুর‍্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম মহোদয়ের আজ ১জুলাই-২০২৩ইং রোজ শনিবার শুভ জন্মদিন পালন করলেন।এসময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা আরজেএফ সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ সাজ্জাদ আলম খান সজল,লোহাগড়া উপজেলা আরজেএফ শাখা সভাপতি মোঃ এনামুল হক,নড়াইল আরজেএফ শাখা মহিলা বিষয়ক সম্পাদক সোহানা পারভীন জনি,নড়াইল জেলা আরজেএফ সাধারন পরিষদ সদস্য মোঃ রাজু খান,লোহাগড়া উপজেলা আরজেএফ প্রচার সম্পাদক রহমত-ই-খোদা(সোহেল)।

নড়াইল জেলা আরজেএফ অফিসে সন্ধ্যা ৭ঃ৩০মিনিটের সময় আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের শুভ জন্মদিন আনুষ্ঠানিকভাবে কেক কেটে নতুন দিনের শুভযাত্রা কামনা করেন।

শুভজন্মদিনের কেকঃ—

রুর‍্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম এর আজ ১জুলাই-২০২৩ইং রোজ শনিবার শুভ জন্মদিন।তিনি বরিশাল জেলার মুলাদী উপজেলার চরলেখান গ্রামে ১৯৭৪সালের এই দিনে জন্মগ্রহণ করেন।তাহার পিতার নাম মোঃ শাহে আলম সরদার ও মা মরহুমা বিলকিস বেগম।

এস এম জহিরুল ইসলাম ১৯৯০সালে মুলাদী ডিগ্রী কলেজে অধ্যায়নরত অবস্থায় বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন।১৯৯৬সাল থেকে ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।১৯৯২সালের ৫ফেব্রুয়ারী তৎকালিক মুলাদীতে কর্মরত সাংবাদিকদের সমম্বয়ে গঠন করেন মুলাদী প্রেস ক্লাব।তিনি প্রথম কমিটির আহবায়ক ও প্রথম কার্যকরী কমিটির সভাপতি ছিলেন।
এস এম জহিরুল ইসলাম ২০০৭সালে তৃনমূল গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণ,পেশাগত মনোনয়ন ও অধিকার প্রতিষ্ঠার জন্য গঠন করেন রুর‍্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)তিনি আরজেএফ এর প্রতিষ্ঠা ও চেয়ারম্যান হিসেবে বিগত ১৬বছর যাবত দায়িত্ব পালন করেছেন।আরজেএফ এর বর্তমান সদস্য সংখ্যা প্রায় ৮হাজার।এই সংগঠনের মাধ্যমে প্রায় ৩হাজার সদস্য সাংবাদিক সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে পেশাগত দায়িত্ব পালন করেছেন।আরজেএফ এর মাধ্যমে সরকারীভাবে সাংবাদিক প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত রয়েছে।

আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম

এস এম জহিরুল ইসলাম বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।তিনি মুলাদী উপজেলা সমিতি ঢাকা ও আলোকিত মুলাদীর যুগ্ম সাধারন সম্পাদক।এছাড়া তিনি ঐতিহ্যবাহী ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজের)সিনিয়র সদস্য।আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম একজন সফল সংগঠক হিসেবে সরকারী,বেসরকারী ও বিভিন্ন সংগঠন কতৃক সম্মানা,শুভেচ্ছা ও প্রশংসাপত্র অর্জন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
x