অপরূপ টিভির চেয়ারম্যান মোঃ জিন্নাত আলীকে অভিনন্দন জানিয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলা আরজেএফ সভাপতি মোঃ এনামুল হক।
অপরূপ টিভি অনলাইন চেয়ারম্যান মোঃজিন্নাত আলী সাংবাদিকতায় বিশেষ আবদান পালন করায় আর্টিস্ট জার্নালিষ্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি)স্টার অ্যাওয়ার্ড ২০২২ মিডিয়া পাটনার এটিএন বাংলা শনিবার ১২ নভেম্বর-২০২২ইং রোজ শনিবার বিকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রধান মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়োজনে মধ্য দিয়ে সংস্কৃতির বিভিন্ন শাখায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদান করেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা এবং এটিএন নিউজের চেয়ারম্যান ড.মাহ্ফুজুর রহমান,প্রধান বক্তৃতা সাবেক রেল মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি, বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা এমপি,চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াত, দেলোয়ার জাহান ঝন্টু,মিশা সওদাগর।এতে সভাপতিত্বে করেন বাংলাদেশ বিনােদন সাংবাদিক সমিতি(বাবিসাস)সভাপতি আবুল হােসেন মজুমদার।পুরস্কার পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে মোঃজিন্নাত আলী বলেন,কাজের স্বীকৃতি পেলে ভাল লাগে।কাজে উৎসাহ ও উদ্দেপনা বৃদ্ধি হয়।জিন্নাত আলি বলেন পুরস্কার পাওয়ার জন্য কাজ করি না।সাংবাদিকতা করি মানুষের অধিকার আদায়ের জন্য।সাংবাদিকতা আমার নেশা এবং অন্য রকম পেশা।এই পেশার মাধ্যমে সমাজ সংসার কমিউনিটির বৃহত্তর স্বার্থে কাজ করা যায়।এই স্টার অ্যাওয়ার্ডটি শুধু আমার পাওনা নয় এটা বাংলা দেশের-অপরূপ টিভি অনলাইন দর্শকদের অবদান ,পুরো অনুষ্ঠানস্থল হয়ে ওঠে বিনোদন অঙ্গনের প্রবীণ ও নবীনদের মিলনমেলায়।সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিগণ ও তারকা শিল্পীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শফিউল আলম বাবু ও শারমিন মিশু।
নড়াইল জেলার লোহাগড়া উপজেলা রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)সভাপতি মোঃ এনামুল হক বলেন অপরূপ টিভি অনলাইন একটি বিশ্বস্ততার প্রতীক।সর্বসাধারনের জন্য কাজ করে থাকেন।এই মিডিয়ার জগতে অপরূপ টিভি অনলাইনের চেয়ারম্যান মোহাম্মদ জিন্নাত আলী দীর্ঘদিন যাবত বাংলাদেশ টেলিভিশন থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান করে আসছেন এবং সুনাম অর্জন করার পর স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন।আর স্টার অ্যাওয়ার্ড পাওয়ায় অভিনন্দন ও শুভকামনা জানান।